Industry & Tread

বাইক প্রেমীদের মাথায় নতুন পালক – ই-বাইকেই চলবে কেরামতি

দিল্লির থেকেও দূষণ বেশি কলকাতায় - ই-বাইক কি পারবে হাল ফেরাতে ?

একবার ব্যাটারি ফুল চার্জ করলেই বাইক চলবে ১৫০ কিলোমিটারের উপর। সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ৮৫ কিলোমিটার।আর মাত্র ১০ দিন পরেই আসতে চলেছে রিভোল্ট মোটরসের নতুন উদ্বোধন ই-বাইক।

মাইক্রোম্যাক্স কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং রিভোল্ট ইন্টেলিকর্পের প্রতিষ্ঠাতা রাহুল শর্মা এপ্রিল মাসে এই ই-বাইকটি সম্পর্কে ঘোষণা করেছিলেন। আগামী ১৮ জুন এই নতুন বাইক লঞ্চ করা হবে বলে ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছে এই ই-বাইকটি ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত। সঙ্গে থাকবে হাই-টেক টেকনোলজির সুবিধা। যার মধ্যে অন্যতম ৪জি সিম দ্বারা পরিচালিত এলটিই কানেকশন। এই ই-বাইকটির মোটর এবং ব্যাটারি বিদেশ থেকে আনা হয়েছে। ভারতের রিভোল্ট মোটরস ই-বাইকটির ব্যাটারি ম্যানেজমেন্ট এবং ইলেকট্রিক কন্ট্রোল ইউনিটের ডিজাইন তৈরী করেছে। ই-বাইকটিতে মনোশক ফ্রন্ট, রিয়ার ডিস্ক ব্রেক, ইউ এস ডি ফর্ক, বোল্ট অন সাবফ্রেম, কমপ্লেক্স সুইংগ্রোম সেটআপ এবং কম্প্যাক্ট ডিজাইন রয়েছে।    

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading