মমতার ভাতৃ বধূর সম্পত্তির হলফনামা দেওয়ার নির্দেশ হাই কোর্টের
কাজরী দেবী কীভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হলেন ? উঠেছে প্রশ্ন

তিয়াসা মিত্র : মুক্ষমন্ত্রীর ভাই-এর বৌ কাজরী বন্দোপাধ্যায়ী-এর এত সম্পত্তি হলো কথা থেকে সেই নিয়ে হাই কোর্টের জন স্বার্থ মামলা রজু করা হয়েছিল। সেই মামলায় এদিন আদালত নির্দেশ দিয়েছে সবপক্ষকে হলফনামা জমা দিতে হবে। রাজ্য নির্বাচন কমিশন, নবান্ন, কাজরী এবং মামলাকারী—সবাইকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ ফেব্রুয়ারি। কলকাতা কর্পোরেশন ভোটে ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছিলেন মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। জিতেওছেন তিনি। নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দেওয়া কাজরী দেবী কীভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, সেই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। আয়কর দফতরের কাছে পেশ করা ২০২০-২১ সালের রিটার্নে কাজরী বন্দ্যোপাধ্যায় ২৫ লাখ ৭১ হাজার টাকা বাত্সরিক আয় দেখিয়েছেন। ওই একই সময়ে তাঁর স্বামীর আয় দেখানো হয়েছে ১৭ লাখ ৮৭ হাজার টাকা। কাজরীদেবীর বিভিন্ন সঞ্চয় প্রকল্প, ব্যাঙ্কে গচ্ছিত অর্থের পরিমাণ দু’কোটি ৪৫ লাখ ৫৬ হাজার। অন্যদিকে, তাঁর স্বামীর টাকার পরিমাণ ২৮ লাখ ৬২ হাজার। হলফনামায় কাজরীদেবী হরিশ মুখার্জি স্টিট-সহ কালীঘাট এলাকায় নয়টি প্লটের উপর তাঁর মালিকানার কথা উল্লেখ করেছেন। তাঁর তরফে সেগুলির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার।
এই পুরো বিষয়ে খতিয়ে দেখবে হাই কোর্ট এবং পরবর্তী শুনানির ওপর নির্ভর এখন সব কিছু।