
তিয়াসা মিত্র : কাঠ ফাটা রোদের মধ্যে নাজেহাল বঙ্গবাসী। এরইমধ্যে বৃষ্টি হয়ে কিছুটা স্বস্তি পেচে উত্তরের মানুষ। তবে দক্ষিণে বৃষ্টি কবে ? তাপমাত্রা যেন বেড়েই চলেছে উত্তরোত্তর। তবে এত গরমের মধ্যেও দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও সুখবর নেই আবহাওয়া দপ্তরের কাছে। যদিও অল্প মেঘলা থাকতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০° এর উপরেই থাকছে।
আজকের আবহাওয়া কেমন থাকছে দেখে নেওয়ার যাক। আজকের সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫ ডিগ্রী, সর্বনিম্ন : ২৮ ডিগ্রী , আদ্রতা : ৯৭%, বাতাস বইবে : ২২ কি.মি / ঘন্টাতে , মেঘে ঢাকা থাকবে : ৮১%