What Do You Think

কয়েক ঘন্টার তফাতে বয়ান বদল : ‘মুখ্যমন্ত্রীর ধাক্কা কাণ্ডে ‘

কেন করলেন বয়ান বদল। প্রশ্ন উঠছে , কে বা কারা এই ধাক্কার পিছনে আছেন ? তাহলে কি মুখ্যমন্ত্রীর পরিবার ওনার কাছে বিপদজনক ?

নিউজ ডেস্ক : এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে।পিছন থেকে ধাক্কা লাগার কারণেই মমতা পড়ে গিয়েছেন বলে জানান মণিময়। এর পরেই বয়ান বদল , ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় একটি নিউজ বুলেটিঙে জানান যে , মুখ্যমন্ত্রীকে কেও ধাক্কা দেন নি , হয় তো কোনো কারণে পড়ে গেছেন। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর পরে যাওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

প্রাক্তন পুলিশ আধিকারিক থেকে VIP নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান এক জন মুখ্যমন্ত্রী যিনি ‘Z+’ নিরাপত্তার বলয়ে থাকেন তার ক্ষেত্রে এই ধরণের ঘটনার পিছনে নিশ্চিত ভাবে কোনো কারণ আছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা কয়েকটি প্রশ্ন রাখেন সংবাদ মাধ্যমের মাধ্যমে।

১) একজন মহিলা VIP যিনি ‘Z+’ নিরাপত্তার অধিকারী তিনি কি ভাবে ড্রেসিং টেবিলের কাছে পরে গেলেন না কেও ঠেলে ফেলে দিলেন ?
২) এই সময় কে মুখ্যমন্ত্রীর ডিউটি তে ছিলেন ?
৩) মুখ্যন্ত্রীর নিরাপত্তা বলয় টা অনেকগুলি স্তরে ভাগ করা হয়েছে। তাদের প্রথম কাজ VIP কে ২৪X ৭ ক্লোজ ফলোয়াপ থাকার কথা , তাহলে কি সেটা থাকে না মুখ্যন্ত্রীর ক্ষেত্রে ?
৪) মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় একজন ADG পদাধিকারী আছেন তারা কি জবাব দেবেন এই ঘটনার ?
৫) কেন স্বরাষ্ট্র সচিব আসেন নি রাত্রে , কোনো স্টেটমেন্ট দেন নি ?
৬) প্রথমে ধাক্কা তথ্য , পরে বলিয়ে যায় মনে হয়েছে ধাক্কা লেগেছে পরে পা পিছলিয়ে পরে যান। এই রহস্য কি উদ্ঘাটন কি করবে কলকাতা পুলিশ ?
৭) পুলিশ কি এই ঘটনাকে হালকা ভাবে নিচ্ছেন। পারিবারিক সদস্যদের কে কি জিজ্ঞাসা করেছেন পুলিশ ?
৮) ‘Z+’ নিরাপত্তায় প্রতিটি মুহূর্ত আগেই রেইকি করা হয় VIP মুভমেন্টের আগে। তাহলে কি এই সব নিয়ম কানন মণ হচ্ছে না ?
৯) মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে অনেকবার রাজনৈতিক জীবনে শারীরিক ভাবে আক্রান্ত হয়েছেন , কিন্তু সেগুলো সবই বাড়ির বাইরে , কিন্তু এবার বাড়িতে তো কোনো বিরোধী বা চক্রান্তকারী থাকেন না। তাহলে কে ঘটালো এই ঘটনা ?
১০) মুখ্যমন্ত্রীর বাড়িতে কারোর সাথে মতবিরোধ থাকতেই পারে সংসার জীবনে , কিন্তু এই ধরণের ঘটনায় কি ‘Z+’ নিরাপত্তায় আধিকারিকরা আগাম কোনো সার্ভে ছিল না ? ( যদি পরিবারে এই অন্তর্ঘাত হয়ে থাকে ).

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading