Health

আক্রান্তের সংখ্যা ছাড়াচ্ছে হু হু করে, কোনোমতে টানা যাচ্ছে না রাশ

পরিস্থিতি হচ্ছে আরও খারাপ, কী করে হবে করোনার মোকাবিলা ?

@ দেবশ্রী : ক্রমশ দেশ জুড়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যতই লকডাউন জারি থাকুক না কেন, কোনোমতেই এই মারণ ভাইরাস করোনার উপর রাশ টানা যাচ্ছে না। শেষ ২৫ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে, ১২২ জনের। যার ফলে দেশে মৃতের সংখ্যা মোট বেড়ে দাঁড়ালো, ২,৪১৫ জন।

এই মুহূর্তে দেশে মোট ৭৪ হাজার ২৮১ জন আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৭ হাজারের কিছু বেশি। সুস্থ হয়ে উঠেছেন অথবা দেশে ফিরে গিয়েছেন এমন মানুষের সংখ্যা ২৪ হাজার ৩৮৬ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে।

এই করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি ক্ষতি গ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন, ২৪,৪২৭ জন। মারা গেছেন, ৯২১ জন। এরপরেই করোনায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সেখানে আক্রান্তের সংখ্যা, ৮,৯০৩ জন। মারা গেছেন, ৫৩৭ জন। এরপরেই তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। যেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৮,৭১৮ জন। এবং করোনার বলি হয়েছেন ৬১ জন। রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২,৭১৩ জন। এবং মারা গেছেন ১৯৮ জন। গতকালকেই আবারও বদলি হয়েছে স্বাস্থ্য সচিবের। উঠে আসছে স্বাস্থ্য দফতরের অসফলতা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading