Health

মাস্ক ছাড়া ঘরের বাইরে বেরলেই দিতে হবে জরিমানা

শহরাঞ্চলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে । আর গ্রামে দিতে হবে ৫০০ টাকা।

প্রেরনা দত্তঃ এবার নিয়ম করল ওড়িশার গঞ্জাম জেলা। রাস্তায় বার হতে গেলে মাস্ক পরতেই হবে। করোনা আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান।ভারতেও করোনা থাবা বসিয়েছে বেশ জোড়ালও ভাবে।এই অবস্থায় ভারত একবার থার্ড স্টেজে পৌঁছে গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।ভারতের প্রতি বর্গ কিলমিটারে জনঘনত্ব অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ।

তাই প্রশাসন এর তরফ থেকেও এখন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রত্যেকে যাতে এই নিয়ম মানে সেই জন্যই জরিমানার বেবস্থাও করেছেন। বাড়ির বাইরে মাস্ক ছাড়া বেরোতে দেখলেই করা হবে জরিমানা। শহরাঞ্চলে কেউ যদি মাস্ক ছাড়া ঘরের বাইরে পা রাখেন, তবে ১০০০ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। আর গ্রামে দিতে হবে ৫০০ টাকা।

এর সাথেই জেলা শাসক বিজয় অমৃতা কুলাঙ্গে জানিয়েছেন যে সুতির কাপড়ের মাস্কই হোক বা রুমাল অথবা ওড়না, চাদর-নাক মুখটা ঢেকে রাখুন।এরইমধ্যে করোনা মোকাবিলায় মাস্ক এর জোগানে যাতে কোন ঘাটতি না থাকে সেই দিকেও নজর দিয়েছে প্রশাসন । তাই ওড়িশার সেলফ হেল্প গ্রুপগুলির অন্তত ৪০০ মহিলা সদস্য করোনা প্রতিরোধে ১০ লাখের বেশি মাস্ক বানিয়ে ফেলেছেন। রাজ্য সরকারের মিশন শক্তি প্রোগ্রামের আওতায় প্রতিদিন তৈরি হচ্ছে ৫০,০০০-এর মত মাস্ক।

উল্লেখ্য, ভুবনেশ্বর থেকে অন্তত ১৩০ জন অভিবাসী শ্রমিক কিছুদিন আগে গঞ্জামের কুকুদাখান্ডি ব্লকের মাতিয়া সহি গ্রামে ফিরে আসেন, এরপরই ওই গ্রামের চারপাশ সিল করে দেওয়া হয়েছে, মাস্ক পরার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী নির্দেশ না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বসেছে মাতিয়া সহি গ্রামে মানুষজন ও যানবাহনের আসা যাওয়াতেও।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading