Entertainment

বিচ্ছেদের পথে অনুপম, টুইট করে জানালেন বিবাহ বিচ্ছেদের কথা

বিবাহ ভাঙলেও বন্ধুত্ব রাখবেন অনুপম এবং পিয়া

মধুরিমা সেনগুপ্ত: এই নিয়ে দ্বিতীয়বার। ফের বিবাহবিচ্ছেদের পথে জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এদিন টুইট করে স্ত্রী পিয়া চক্রবর্তীর সাথে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন অনুপম রায়। কিছুদিন আগেও অনুপম রায় তার স্ত্রী ও বন্ধুদের সোজা ছবি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের বক্তব্য ছবিতে তাদের একসাথে দেখে কিছু বোঝাই যায়নি, উপরন্তু যুগলকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা গিয়েছিলো। এতবছর থাকার পরে কেন এই বিচ্ছেদ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনুরাগীরা।

অনুপম-এর করা টুইটে এই কেন-র উত্তরও দিয়েছেন তিনি। টুইটে অনুপম এবং পিয়া জানিয়েছেন ব্যক্তিগত মতপার্থক্য এবং চিন্তাভাবনার অমিলের জন্যই স্বামী-স্ত্রী হিসাবে তাঁরা আর থাকতে পারছেন না। কিন্তু বিবাহ সম্পর্কে আবদ্ধ না থাকলেও তারা বন্ধুত্ব বজায় রাখবেন। টুইটে অনুপম তাঁর বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানিয়েছেন যারা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন এবং তাঁদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। সাথে তিনি এও অনুরোধ করেছেন সেই সমানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও বজায় থাকে এবং সবাই এই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে দেখেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: